Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২২, ০৭:০০ পিএম


শ্রীপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

মাগুরার শ্রীপুরে শুক্রবার (১২ আগস্ট) গভীর রাতে ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে রিয়াদ জোয়ার্দার (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রিয়াদ উপজেলার সদর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মিজানুর জোয়ার্দারের পুত্র এবং হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে যে এন্টি ভেনাম আছে সেগুলোর মেয়াদ শেষ হওয়ায় চিকিৎসায় ব্যাঘাত ঘটছে বলে জানাগেছে।

পরিবার সুত্রে জানা যায়, রিয়াদ রাতে দাদী ও ২ বছরের ছোট ভাইয়ের সাথে ঘুমিয়েছিল। গভীর রাতে একটি বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করে ঘুমের মধ্যে সাপ রিয়াদের বাম হাতে কামড় দেয়। 

সাপের কামড় তাৎক্ষণিক বুঝতে পারে না সে। দাদীর ঘুম থেকে জেগে উঠলে ঘর থেকে সাপ বাইরে চলে যেতে দেখে। 
তাকে স্থানীয় ওঁঝার কাছে নিয়ে গেলে ওঁঝা বিষ নামানো হয়েছে বলে জানালে শিশু রিয়াদকে বাড়িতে আনা হয়। 

পরে অবস্থার অবনতি হলে মাগুরা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেলে যাওয়ার পথে শিশু রিয়াদের মৃত্যু হয়। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন বলেন, সাপে কামড়ানো রোগীকে এখনো ওঁঝা দিয়ে চিকিৎসা করানো হয়, যা ঠিক না। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে যে এন্টি ভেনাম আছে সেগুলোর মেয়াদ শেষ হওয়ায় চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে। শেষ মুহুর্তে চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো রোগীকে বাঁচানো সম্ভব হয় না।


আমারসংবাদ/টিএইচ

 

Link copied!