Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

আগস্ট ১২, ২০২২, ১১:৩৫ পিএম


ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম জানান, সন্ধ্যা ৮টার দিকে জ্বালানি তেলবাহী ট্যাংকার পাম্পে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, সন্ধ্যায় পরে দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে কিছুক্ষণের মধ্যে মর্গে পাঠানো হবে।

ইএফ

Link copied!