Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিহাতীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২২, ০৪:৩৬ পিএম


কালিহাতীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে সিজান (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) সকালে কালিহাতী পৌরসভার পূর্ব বেতডোবা নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সিজান পূর্ব বেতডোবা গ্রামের হারুন অর রশিদের ছেলে ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আজ ভোরে সিজানের দাদা ফজরের নামাজ শেষে সিজানকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য ডাক দেয় কিন্তু বার বার ডাকা সত্তেও সিজান কোন সাড়াশব্দ না করায় সিজানের দাদা দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে সিজান মশারির কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সিজানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এবিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!