Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চরফ্যাশনে বিদ‍্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত‍্যু

চরফ‍্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ‍্যাশন (ভোলা) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২২, ০৫:০৬ পিএম


চরফ্যাশনে বিদ‍্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত‍্যু

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে মনির হাওলাদার (২৭) নামে এক যুবলীগ নেতার মৃত‍্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ভাসানচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হাওলাদার একই এলাকার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে এবং ওই গ্রামের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

নিহতের স্বজনরা ধারণা করেন বাড়ির পাশে  মাছের খামারে খাবার দিতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের ছেড়া তারের সাথে অসাবধানতার কারণে হঠাৎ বিদ‍্যুতায়িত হয়ে তিনি মারা যান।

শশীভূষণ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেএস 
 

Link copied!