Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাকরির খোঁজে মুন্সিগঞ্জে যাওয়ার পথে যুবক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২২, ১১:৩৮ এএম


চাকরির খোঁজে মুন্সিগঞ্জে যাওয়ার পথে যুবক খুন

চাকরির খোঁজে মুন্সিগঞ্জে যাওয়ার পথে শেরপুর থেকে আসা সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে।

রোববার (১৪ আগস্ট) সকালে ফতুল্লার পঞ্চবটী মেথর খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম শেরপুর জেলার গাজী থামরে গ্রামের মোতাশের হোসাইনের ছেলে।

এ বিষয়ে নিহতের বোন জামাই শফিকুল জানায়, সাইফুল দীর্ঘদিন ধরে বেকার ছিল। তাই বাড়িতে বসে না থেকে কাজের উদ্দেশ্য মুন্সিগঞ্জে আসার জন্য বলি। এজন্য শনিবার রাতে শেরপুর থেকে গাড়িতে উঠে নারায়ণগঞ্জের পঞ্চবটীতে নামে। ওই সময় পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জে আসার জন্য আমাকে ফোন দেয়। আমি মোবাইলে বলি মোক্তারপুরের অটোরিকশায় উঠতে। এর কিছু সময় পর পুলিশ আমাকে ফোন করে জানায় সাইফুল খুন হয়েছে।

এবিষয়ে ফতুল্লা থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানায়, সাইফুল দুর্বৃত্তের হাতে খুন হয়েছে। তবে যারা এ খুনের সাথে জড়িত তাদের আটক করা সম্ভব হয়নি। সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। মনে হয় অতিরিক্ত রক্তক্ষরণে সাইফুলের মৃত্যু হয়েছে।

কেএস 

Link copied!