Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ছাত্রকে বলাৎকার, গণপিটুনি খেলেন শিক্ষক

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২২, ০২:৫২ পিএম


ছাত্রকে বলাৎকার, গণপিটুনি খেলেন শিক্ষক

নারায়ণগঞ্জের বন্দরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে দুলাল নামে এক স্কুলশিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। শনিবার (১৩ আগস্ট) বিকেলে ৫৮নং পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু জানায়, ‘আগেও বেশ কয়েকবার শিক্ষক দুলারের দ্বারা বলাৎকার শিকার হয়েছে সে। সর্বশেষ বৃহস্পতিবার আবার তাকে বলাৎকার করা হয়। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শনিবার শিক্ষককে গণপিটুনি দেন স্থানীয়রা।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুবা বেগম বলেন, ‘অভিযুক্ত শিক্ষক এক ছাত্রের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন। তাই স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়েছেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আমারসংবাদ/এসএম
 

Link copied!