Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২২, ০৫:৪৬ পিএম


গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস টিম তিনটি ওয়ারেন্ট মুলে দুই আসামিকে গ্রেপ্তার করছে। তার মধ্যে একজন আসামি দুটি ওয়ারেন্টের একটিতেম আদালত কতৃক দুই বছরের সাজা প্রাপ্ত।

শনিবার (১৩ আগস্ট) ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে জিয়াউল আলম ও আমিরুল হোসেন এর অপারেশনে সঙ্গীও ফোর্স সহ রংপুরের বলদীপুকুর ও ধাপেরহাটের পালানপাড়া থেকে তিন ওয়ারেন্ট মুলে দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধাপেরহাটের তিলকপাড়া গ্রামের মৃত মফিজার রহমানের পুত্র মমিন (৪০) ও বড়দরগার আজগর আলীর পুত্র বর্তমান ঠিকানা পালানপাড়ার ফুলমিয়া (৩৮) কে দুটি ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার করে। আসামি ফুলমিয়ার একটি ওয়ারেন্ট দুই বছরের সাজা দিয়েছে বিজ্ঞ আদালত যাহার মামলা নং সি আর ৬৪/১৮।

দুই বছরের সাজা প্রাপ্ত আসামি ফুলমিয়া সম্পর্কে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক বলেন, এই সাজাপ্রাপ্ত আসামি ফুলমিয়া (৩৮) কে আমরা দীর্ঘ দিন যাবৎ ওয়ারেন্টের সূত্র ধরে খুঁজতেছিলাম। সম্প্রতি সময়ে একটি ঘটনা সূত্র ধরে আমরা তার পরিচয় নিশ্চিত হয়ে গ্রেপ্তার করতে সক্ষম হই।

আসামিদের রোববার (১৪ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কেএস 

Link copied!