Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দ্রুতযানের বগি উল্টে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন বন্ধ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৪, ২০২২, ১১:৫৭ পিএম


দ্রুতযানের বগি উল্টে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন বন্ধ

গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বগি উল্টে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে  শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএফ

Link copied!