Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নীলফামারীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানি: মাদরাসা পরিচালক কারাগারে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২২, ০৭:১৯ পিএম


নীলফামারীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানি: মাদরাসা পরিচালক কারাগারে

শ্লীলতাহানির মামলায় নীলফামারীর সৈয়দপুরে মাওলানা আতাহার আলী রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদরাসা থেকে মাদরাসা পরিচালক মোস্তফা জামান কাওসারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত মোস্তাফা জামান বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাষকান্দর শাহপাড়া এলাকার মৃত. মাওলানা আতাহার আলীর ছেলে।

শনিবার (১৩ আগস্ট) রাতে শয়নকক্ষে একাকী পেয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেন মোস্তফা জামান। এ সময় স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখান ঘটনাটি প্রকাশ না করার জন্য। পরদিন রবিবার দুপুরে স্কুলছাত্রির মা তার সাথে দেখা করতে আসলে মাকে বিষয়টি জানায় সে। বিষয়টি বুঝতে পেরে মাদরাসা থেকে পালিয়ে যায় পরিচালক মস্তোফা জামান।

আমারসংবাদ/এসএম

Link copied!