Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

বগুড়ায় ট্রাক চাপায় নিহত ১

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২২, ০৫:৫৫ পিএম


বগুড়ায় ট্রাক চাপায় নিহত ১

মঙ্গলবার দুপুরে বগুড়ায় ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মিরাজুল ইসলাম(৩৫)।

মিরাজুল দুপচাঁচিয়া উপজেলার করমপুর এলাকার আজিজার রহমানের ছেলে বলে জানা যায়।

বুধবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কাহালুর মুরইল এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার ওসি আমবার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, খালি ভ্যান নিয়ে বগুড়া থেকে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন মিরাজুল।

পথিমধ্যে মুরইল বাসস্ট্যান্ডের একটি পেট্রোল পাম্পের সামনে তার ভ্যানের এক্সেল ভেঙে যায়।

এতে ভ্যান নিয়ে পড়ে গেলে পিছনে থাকা দুপচাঁচিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিরাজুল মারা যান।

ওসি আমবার আরো জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।লাশপরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এআই

 

Link copied!