Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সেন্টমার্টিনে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৬

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২২, ০৬:১২ পিএম


সেন্টমার্টিনে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৬

সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবার একটি চালান আটক করেছে। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং ট্রলারসহ ৬ জনকে আটক করা হয়। কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার ঘাটিয়াখালী থানার কেফায়েত উল্লাহ (২২), মো. শরিফ (২৭), মো. হোছন (৩৮), ছৈয়দুর রহমান (৪৩), মো. হোছন (২৭) নুর হোসেন (২১)।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশন কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি ষ্টেশন টেকনাফ কোস্টগার্ডের লে. কমান্ডার আশিক আহমেদ (ট্যাজ) বিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে বিশেষ আভিযানিক দল সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক ৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে মিয়ানমার সীমান্ত হতে একটি ফিশিং ট্রলার বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা বহনকারী ট্রলারটি কাছাকাছি আসলে রেইডিং টিমের সদস্যরা ট্রলারটিকে টর্চ ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। কিন্তু ট্রলারটি গতিবিধি পরিবর্তন করে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেইডিং টিমের সদস্যরা ধাওয়া করে ট্রলারের কাছে গেলে রেইডিং টিমের সদস্যদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা আক্রমণের চেষ্টা করা হয়।

এসময় কোস্টগার্ড সদস্যরা তাদের ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করার পর তাদের থামিয়ে বোট তল্লাশী করে একটি বস্তা হতে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও ১টি সীমকার্ড বিহীন স্মার্টফোন (ভাঙ্গা), ইঞ্জিন চালিত কাঠের ট্রলারসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিক আহমেদ (ট্যাজ) জানান, জব্দকৃত ইয়াবা, কাঠের ট্রলারসহ আটক  পাচারকারীদেরকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!