Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২২, ০৮:৪১ পিএম


বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠান

বরিশালের বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় সাহেবগঞ্জ পল্লী ভবনে এ চেক বিতরণ করা হয়।

উপজেলার ১৪ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে মোট চার লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক শুভ্রত কুন্ডর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।

এসময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন উজ্জ্বল, রিপোর্টাস ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২১-২০২২ সালে বাকেরগঞ্জ উপজেলা ১৪ টি মহিলা কল্যাণ সংস্থাকে ৪ লক্ষ ৩০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

অনুদান পাওয়া স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলো হল রতনা আমিন মহিলা সামাজিক উন্নয়ন সংস্থা, বাকেরগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরাম, শ্যামপুর মহিলা কল্যাণ সমিতি, ধূমকেতু মহিলা কল্যাণ সমিতি, মিরুল্লা মহিলা কল্যাণ সমিতি, খেজুরা মহিলা সমিতি, কামারখালী মহিলা কল্যাণ সংস্থা, কবিরাজ মহিলা কল্যাণ সমিতি, গ্রামীণ নারী উন্নয়ন সংস্থা, বনলতা নারী কল্যাণ সংস্থা, সাহেবগঞ্জ মহিলা জনকল্যাণ সমিতি, বড় কৃষ্ণকাঠী নারী কল্যাণ সমিতি, সুরভী মহিলা কল্যাণ সমিতি।

আমারসংবাদ/এসএম

Link copied!