Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২২, ০৪:৩৭ পিএম


ভালুকায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আ’লীগ।

বুধবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদের নেতৃত্বে ভালুকা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড:শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজি বোমা হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন-স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এ.বি.এম আফরোজ খান (আরিফ), ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আসাদুজ্জামান বিপ্লব, জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক, জেলা আ’লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেফার আহমেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা, দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম ছিদ্দিকী স্বপন প্রমূখ।

এআই 

Link copied!