Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

প্রেমিকের ছুরির আঘাতে প্রেমিকার প্রাণহানি

কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়া প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২২, ০৫:৩০ পিএম


প্রেমিকের ছুরির আঘাতে প্রেমিকার প্রাণহানি

রংপুরের কাউনিয়ায় রক্তাক্তবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয়রা ও কাউনিয়া থানাপুলিশ।

গত মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে উপজেলার শিবু কুটিরপাড় বাজারের পাশে টেপামধুপুর রোডে রক্তাক্তবস্থায় পরে থাকা অজ্ঞাত কিশোরীকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। পরে অবশ্য তার পরিচয় পাওয়া যায়।

নিহত কিশোরীর নাম সানজিদা আক্তার ইভা (১৫)। সে উপজেলার কুর্শা ইউনিয়নের গড়াই গ্রামের ইব্রাহিম খানের মেয়ে ও পীরগাছার বড়দরগা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে কথিত প্রেমিক রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন তালুক উপাশু গ্রামের হোসাইন মিলিটারির ছেলে ফাহিম সানি (২০) কে জেলা ডিবি পুলিশ, কাউনিয়া ও পীরগাছা থানার যৌথ অভিযানে নিজবাড়ি থেকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ্।

তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ওই কিশোরীর বাবা অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছে। কাউনিয়া থানায় মামলা নং ৯। এদিকে ঘাতকের ফাঁসির দাবিতে বিক্ষোভ করছে বড়দরগা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কেএস 
 

Link copied!