Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

সিরিজ বোমা হামলার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২২, ০৬:০০ পিএম


সিরিজ বোমা হামলার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একইসঙ্গে বিএনপি ও তাদের সমমনাদের অপপ্রচার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল বের হয়।

পরে সংক্ষিত এক সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালানো হয়। তারপর থেকে এই দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

বিক্ষোভ মিছিলে উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, পূর্ব গোড়াই ইউনিয়ন আ.লীগের সভাপতি আশরাফ খান, সম্পাদক সালাহ্উদ্দিন ভূইয়া ঠান্ডুসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আ.লীগের শত শত নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেয়।

কেএস 

Link copied!