Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

লোহাগড়ায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২২, ০৬:১২ পিএম


লোহাগড়ায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসন আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার (১৭ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, নড়াইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, লোহাগড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান কাজি বনি আমিন, জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম প্রমূখ।

কেএস 

Link copied!