Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বুড়িচংয়ে ৭ রাইস মিলকে ৫ লক্ষ টাকা জরিমানা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২২, ০৭:০৩ পিএম


বুড়িচংয়ে ৭ রাইস মিলকে ৫ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লার বুড়িচংয়ে পরিবেশ দূষণের অভিযোগে ৭ রাইস মিলকে ৫ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নে অবৈধ অটোরাইস মিল ও পরিবেশ দূষণকারী মিল মালিকদের বিরুদ্ধে এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। 
পাশের স্কুল, কলেজের শিক্ষার্থী ও বাসা বাড়ির লোকজন রাইস মিল গুলো থেকে আসা ছাই চোখে পড়ে আঘাত প্রাপ্ত হচ্ছেন, অনেকের চোখ নষ্ট হয়েছে, ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে, বাসা বাড়ির লোকজন ঘরের বাইরে থাকতে পারছেন না এ সব অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা কালে অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তিগণ তাদের পরিবেশগত ছাড়পত্র না থাকায় বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ পরিবেশের ক্ষতি করছেন মর্মে দোষ স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন ৩টি মামলায় ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং সহকারী কমিশনার ভূমি ৪ টি মামলায় ২ লক্ষ ৬০ হাজার টাকাসহ মোট ৭টি মামলায় ৫ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

এছাড়া ২টি অটোরাইস মিলের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সে দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, স্থানীয় চেয়ারম্যান, ইউপি সচিব ও দেবপুর থানা পুলিশ।

আমারসংবাদ/এসএম 
 

Link copied!