Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিরিজ বোমা হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২২, ০৯:৩৫ পিএম


সিরিজ বোমা হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জঙ্গিবাদী বিএনপি- জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংগঠত দেশব্যাপী ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক, উত্তর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী নাছির হায়দার করিম বাবুলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে হাটহাজারী অক্সিজেন মহাসড়কের বাদামতল এলাকা থেকে মিছিলটি নন্দীরহাট হয়ে ইসলামিয়াহাট গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ ফতেপুর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. হারুনের সভাপতিত্বে ও নাছির হায়দার করিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। প্রধান বক্তা ছিলেন, উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান, বর্তমান উপ সাংস্কৃতিক সম্পাদক রিয়াদুল ইসলাম রাফি, গিয়াস উদ্দিন, রায়হান, যুবলীগ নেতা ছোট হানিফ, গিয়াস খান, ইউনিয়ন কৃষকলীগ নেতা নাছির উদ্দিন, লিয়াকত সিকদার, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হেলাল উদ্দিন, আবু তৈয়ব, মোঃ শরীফ, জাবেদ, সাইদ, রাশেদ, ইকবাল ও জামশেদ প্রমূখ।

কেএস 

Link copied!