Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তজুমদ্দিনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তজুমদ্দিন প্রতিনিধি

তজুমদ্দিন প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২২, ০২:০৪ পিএম


তজুমদ্দিনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিনে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়ি চাঁদপুর গ্রামের নির্জন একটি বাগান থেকে ভিকটিমসহ তাকে আটক করে থানায় সংবাদ দেয় স্থানীয়রা। 

অভিযুক্ত যুবক খোকন (২২) লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের হাজির হাট এলাকার আবু ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বাড়ির আব্দুল খালেকের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তজুমদ্দিনের দড়ি চাঁদপুর গ্রামে একটি নির্জন বাগানে নিয়ে আসে খোকন। বিষয়টি স্থানীয়ারা দেখে ফেললে তাদের আটক করে থানায় খবর দেয়া হয়। 

এসময় ওই ছাত্রী তাকে ফুসলিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পুলিশের কাছে । পরে ঘটনাস্থল থেকে পুলিশ উভয়কে থানা নিয়ে আসে।

পরে ছাত্রীর ভাষ্যমতে এ ঘটনায় তার মা হালিমা বেগম বাদী হয়ে ১৮ আগষ্ট তজুমুদ্দিন থানায় একটি মামলা করেন। 

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত খোকন তার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। মোবাইল ফোনে সে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। পরে বিয়ের প্রলোভনে একাধিকবার তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।  

এ বিষয়ে তজুমদ্দিন থানার এস আই শামীম সর্দার জানান, অভিযুক্তর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়েছে। 

ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি খোকনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 

আমারসংবাদ/টিএইচ

Link copied!