Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পল্লী উন্নয়ন একাডেমি’র ৫৫তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

আগস্ট ২০, ২০২২, ০২:৪৭ পিএম


পল্লী উন্নয়ন একাডেমি’র ৫৫তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর লালমাই অডিটোরিয়ামে দুই দিন ব্যাপী একাডেমির ৫৫তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান, এনডিসি। পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ও বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিএডিসি বার্ডের সফল কর্মসূচির ফসল। তিনি সরকারের অগ্রাধিকারভুক্ত এজেন্ডা “আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নে বার্ড কে অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য আহবান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান, এনডিসি বলেন, বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিএডিসি বার্ডের সফল কর্মসূচির ফসল।

নীতি নির্ধারণী পেপার উপস্থাপনায় বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান বার্ডের বর্তমান কার্যক্রম, “আমার গ্রাম আমার শহর” প্রকল্প বাস্তবায়ন, প্লাবণ ভূমিতে মৎস চাষ ও “কৃষি যান্ত্রিকীকরণের বিকাশ” শীর্ষক প্রায়োগিক গবেষণাসহ অন্যান্য প্রায়োগিক গবেষণার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, অতীতের মত বার্ড পল্লী’র জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বার্ড গত অর্থবছরে ০৩টি আন্তর্জাতিক কোর্সসহ মোট ১৫৪টি কোর্সের মাধ্যমে ৬৬০১ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে। জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ, বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের তৃণমূল পর্যায়ের সুফলভোগীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স। গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে বার্ড গত বার্ষিক পরিকল্পনা সম্মেলনের সিদ্ধান্তের আলোকে ৮টি গবেষণাকর্ম সম্পন্ন করেছে এবং ১৪টি গবেষণাকর্ম চলমান রয়েছে। এর মধ্যে ৬টি গবেষণা  গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। বার্ড বর্তমানে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত বার্ড আধুনিকায়ন প্রকল্প এবং সিভিডিপি ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৫টি প্রয়োগিক গবেষণা বাস্তবায়ন করছে । সম্প্রতি এডিপিভুক্ত বার্ড ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্পটি সমাপ্ত হয়েছে।  

বার্ডের ৫৫তম পরিকল্পনা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ও সম্মেলন সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন। উক্ত সম্মেলনে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মো: কামরুল হাসান, পরিচালক (প্রকল্প)। সহযোগী আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুন নাহার, উপ-পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি) ও সহকারী আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন মো: বাবু হোসেন, সহকারী পরিচালক (কৃষি ও পরিবেশ)।

কেএস 
 

Link copied!