Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

আখাউড়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

আগস্ট ২০, ২০২২, ০৪:৩৪ পিএম


আখাউড়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

মিথ্যা, অবিচার, স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ আখাউড়া  উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (২০ আগস্ট) সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার সভাপতি ইদ্রিস চৌধুরী সভাপতিত্বে ও জামিল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-একুশে পদক প্রাপ্ত,শাইখুল হাদিস,ওস্তাদুল উলামা হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মন্ডলী সদস্য আল্লামা সুফী মোর্শেদ শাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ,কেন্দ্রীয় নেতা এডভোকেট মাঈনুদ্দিন, মুফতি কেফায়াত উল্লাহ মাহমুদী,আল্লামা মুফতি রেজাউল কাওসার, আল্লামা শওকত মাহমুদ জেলা যুগ্ম আহবায়ক আজাদ মিয়া,আজিজুর রহমান বাচ্চু হাজী কবির সরকার,ডা:দেলোয়ার হোসেন বেনু শাহ,এ্যাডভোকেট রাফি উদ্দিন, ইউসুফ সরকার প্রমূখ।

বক্তারা বলেন, মহান জাতীয় শহীদ দিবস কারবালার অতুলনীয় মহান শাহাদাত প্রাণের বিনিময়ে কুফর-জুলুম- স্বৈরতার ধারক অপশক্তির কবল থেকে পবিত্র কলেমার আমানত রক্ষার শাহাদাত। ঈমানী আত্মা ও দ্বীনের প্রকৃত রূপরেখা এবং সমগ্র মানবমণ্ডলীর জন্য ন্যায়, মানবতা, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, কল্যাণের ধারা ও কাঠামো রক্ষার জন্য এ শাহাদাত।

এসময় বক্তারা বলেন, আত্মা ও জীবনকে বাতেল জালেম অপশক্তির আঁধার, রুদ্ধাতা, বিনাশ থেকে মুক্ত রাখা এবং সত্য ও মানবতার মুক্ত প্রবাহ জারি রাখাই ছিল শাহাদাতের কারবালার অন্যতম মূল লক্ষ্য।

মহান শাহাদাতে কারবালার শিক্ষা ও নির্দেশনায় দুনিয়াব্যাপী বিরাজমান মিথ্যা, অবিচার, জুলুম-শোষণভিত্তিক একক গোষ্ঠিবাদী স্বৈর মুলুকিয়ত রাষ্ট্রব্যবস্থা ও জীবন বিধ্বংসী বিশ্বব্যবস্থার কবল থেকে মুক্তির লক্ষ্যে সত্য-সুবিচার-মানবতা-অধিকারভিত্তিক সর্বজনীন মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার গ্রহণের জন্য বক্তারা সবার প্রতি আহ্বান জানান।

এআই 

Link copied!