Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খালিয়াজুরীতে কলেজছাত্রের আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

আগস্ট ২০, ২০২২, ০৬:২৮ পিএম


খালিয়াজুরীতে কলেজছাত্রের আত্মহত্যা

নেত্রকোনার খালিয়াজুরীতে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ফাঁসি লাগানো কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ওই কলেজ ছাত্রের নাম রাতুল মিয়া (২০)।

শনিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতুল কৃষ্ণপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
পাঁচ বছর আগে রাতুলের বড় ভাই মাহি বিষপানে আত্মহত্যা করেছিল বলে জানিয়েছেন চাচা মনিরুল ইসলাম বাবুল।

রাতুলের চাচা মনিরুল ইসলাম বাবুল বলেন, দুপুরে রাতুলের শয়ন কক্ষে গিয়ে তাকে সিলিং ফ্যানে সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। রাতুলকে নামিয়ে পরীক্ষা নিরিক্ষা করে মৃত পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল দেখে। পরিবারের সাথে কথা বলে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। এটি নিছক একটি দুর্ঘটনা।

খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের সাথে পরামর্শ করে তাদের অনুরোধেই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

কেএস 

Link copied!