Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ২০, ২০২২, ০৭:৫৯ পিএম


ফরিদপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মজিবুর শিকদারের স্ত্রী নিহার বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার স্বামী মজিবুর শিকদার জানান, শনিবার ভোর রাতে শয়ন কক্ষ থেকে ফজরের নামাজ আদায় করা জন্য টিউবয়েলে ওজু করতে যান। এ সময় ঘরে পাশে একটি আম গাছের পাশ থেকে নিহার বেগমকে বিষাক্ত সাপে দংশন করে। পরে তাকে আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএস 

Link copied!