Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সারাদেশে গ্রেনেড হামলা দিবস পালিত

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২১, ২০২২, ০৪:৫৩ পিএম


সারাদেশে গ্রেনেড হামলা দিবস পালিত

দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সমূহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এগুলোর মধ্যে ছিল-পুষ্পস্তক অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল। আমাদের প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ। রোববার (২১ আগস্ট) সকালে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রথমে ২১ আগস্টে নিহতদের স্মরণে নির্মিত প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। নাগরপুর উপজেলা আ. লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী‍‍`র সঞ্চালনায় উল্লেখিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, সম্মানিত সদস্য এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, সম্মানিত সদস্য কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল,  সম্মানিত সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ হামিদুর রহমান লালন, মোঃ হাশেম মিয়া, মোহাম্মদ শামীম খান, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, ও সদস্য ছানিয়ার হোসেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক (ভিপি) আল মামুন  সাবেক নাগরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা এস এম আনোয়ার হোসেন, নাগরপুর সাংবাদিক ঐক্যজোট আহ্বায়ক আজিজুল হক বাবু, সদস্য সচিব ইউসুফ হোসেন লেনিন সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও নেতাকর্মীরা। উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এদিন নারকীয় সন্ত্রাসী হামলার ১৮তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে এই নজির বিহীন গ্রেনেড হামলা চালানো হয়। উক্ত ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান।

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ২১ শে আগস্টে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রোববার দুপুরে বি আর ডি পির হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের এক অংশের ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে পরিচালনা করেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ। অন্যানদের মাঝে বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, গত ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগ মনোনিত পাইকুরাটির নৌকার চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক  সহ-সভাপতি এম এম এ রেজা পহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক, সদস্য নুরুল হুদা মুকুল, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মারুফ আলম, উপদপ্তর সম্পাদক রেজাউল করিম তপন,সদস্য রুমন,মানিক, কামরুজামান উজ্জল, মহিবুর হাসান মিশুক, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পাবেল আহমেদ কিরন, উপ গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক জালাল আহমেদ আকাশ, উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আলামীন খান, সদস্য মোঃ পিয়াম তালুকদার প্রমুখ।

ফুলবাড়ী প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে একটি মিছিল বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছারি মাঠ বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মিয়া দুল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, যুবলীগ সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল , সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আব্দুল খালেক বসুনিয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক নার্গিস আক্তার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরা সহ আরো অনেকে। এসময় বক্তারা ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সাজাপ্রাপ্ত আসামীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরার দাবি জানান।

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার জয়পাড়া বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলমের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মো. রজ্জব আলী মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এইচ.এম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খোকা, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো নুরুল হক বেপারী,  দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন মাঝিসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অপরদিকে বাদ জহুর ২১ শে আগস্টে গ্রেনেট হামলায় মৃত্যু বরণকারী আইভি রহমানসহ সকল নিহতের আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাইবান্ধার ফুলছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ আগস্ট) ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান বাদল, অশ্বিনী কুমার বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, উপজেলা কৃষকলীগের সভাপতি আতোয়ার রহমান, গাইবান্ধা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুয়াল খায়ের শাহী, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতার হোসেন, সাধারণ সম্পাদক হইবার রহমান হবু, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লোকাল, রেজাউল করিম, শহিদুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। এছাড়া বঙ্গবন্ধু মুক্তমঞ্চে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। রোববার (২১ আগস্ট) সকাল ৯ টায় শহরের শহিদ মনিমুল হক সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ এসব কর্মসূচির আয়োজন করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশ করে। পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি মু. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সংরক্ষিত  সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক শরিফুল আলম, যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দ। কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন-২০০৪ সালের ২১ আগস্ট, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে, বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভা চলাকালে  গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাস্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ নিহত হন আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী। অল্পের জন্যে রক্ষা পান বর্তমান সরকারের  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন আহত হন আরো তিনশত আওয়ামী লীগের নেতাকর্মী। সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান বক্তারা।

খাগড়াছড়ি  প্রতিনিধি: ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রোববার (২১ আগস্ট)  বিকালের দিকে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা আ,লীগের সহ-সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরি মারমা, জেলা আ,লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা,  জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মো:দিদারুল আলম,জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আ,লীগের নেতা পার্বত্য জেলা পরিষদের সদস্য  খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আ,লীগের নেতা ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যাচিং মারমা,  জেলা আ,লীগের উপ-দপ্তর সম্পাদক মো:নুরুল আজম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাঈল হোসেন, সদর আ,লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়,  জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শাহিনা আক্তার, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক বিলকিছ বেগম, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক ত্রিপুরা সহ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এটি একটি বর্বরোচিত হামলা। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ গ্রেনেড হামলা চালানো হয়, যা একুশে আগস্ট গ্রেনেড হামলা নামে পরিচিত। এই ভয়াবহ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন নিহত হয়। আহত হয় প্রায় চার শতাধিক নেতাকর্মী। ৭৫ এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার মুলপরিকল্পনা ছিলো মেজর জিয়া আর ২১শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা ছিলো খালেদা জিয়ার। যত নষ্টের নায়ক হচ্ছে বিএনপি। তারা খুনিদের হাতে পতাকা তুলে দিয়েছে। জাতির কাছে কাছে প্রশ্ন কেন এই হত্যা? কেন এই হামলা?
 

Link copied!