Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

কাশিমপুরে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য আটক

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২২, ০৫:৫৪ পিএম


কাশিমপুরে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য আটক

গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন সময় অটোরিকশা চুরি করা এমন ৩ চোরকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। রবিবার (২১আগস্ট) দুপুর তিনটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের লোহাকৈর মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অটোরিকশা উদ্ধার করা হয়। এর আগে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় সাধারণ জনতা তাদের আটক করে দড়ি দিয়ে গাছের সাথে বেধে রাখে, পরে কাশিমপুর থানায় খবর দিলে পুলিশ তাদের কে থানায় নিয়ে যায়।

এবিষয়ে কাশিমপুর থানার এস.আই মো. রায়হান উদ্দিন  জানায়, আজ দুপুর ৩ টার দিকে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকা থেকে মনির, ফাহিম ও রাজু নামে ৩ অটো রিক্সা চোরকে আটক করি। এঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আমারসংবাদ/এসএম

Link copied!