Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রানীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২২, ০৭:৪৫ পিএম


রানীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পুকুরের পানিতে ডুবে আবু শালিম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ আগস্ট) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। ঘটনাটি উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা নামক এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে মৃত শিশু আবু সালিম খঞ্জনা গ্রামের আইনুল হকের ছেলে। সে  সকালে বাড়ীর উঠানে খেলাধুলা করছিলো। খেলাধুলার এক পর্যায়ে শিশুটি বাড়ীর পাশে পুকুরে চলে যায় ঐ সময় বাড়ীর কেউ সেখানে উপস্থিত না থাকায় শিশুটি খেলতে খেলতে পানিতে পরে রায় এবং সেখানে মৃত্যু বরণ করেন। কিছুক্ষণ পর শিশুটির মা শিশুটিকে খুঁজা খুঁজি করলে তখন শিশুটিকে কোথাও পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির উঠানের পাশে থাকা পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান শিশুটির মা। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি কে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ আলম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানায় অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল। পরে স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আমারসংবাদ/এসএম

Link copied!