Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেলান্দহে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

আগস্ট ২২, ২০২২, ০৭:৫৫ পিএম


মেলান্দহে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের মেলান্দহে মিতু (১৮) নামে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) বিকাল ৩ টায় মাহমুদপুর ইউনিয়নের আগ পয়লা ঠেংগেপাড়া বাবার বাড়ি  থেকে লাশ উদ্ধার করে। নিহত নববধূ উপজেলার হরিপুর এলাকার কাউছারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর ঘরের ধরনার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন মৃতদেহ নামালে মৃত অবস্থায় দেখতে পান। নিহত নববধূ মিতুর ১ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিতুর স্বামী পছন্দ ছিলনা।মাঝে মধ্যেই মা-বাবার সঙ্গে অভিমান করতো মিতু।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!