Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

কুয়াকাটায় ফের পর্যটক নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

আগস্ট ২২, ২০২২, ০৯:২২ পিএম


কুয়াকাটায় ফের পর্যটক নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সবুজ (৩২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সবুজ বনানী শাহজাহানপুর বগুড়ার বাসিন্দা। তিনি আইটেল মোবাইল কোম্পানিতে কাজ করতেন।

জানা যায়, আইটেল কোম্পানির পক্ষ থেকে ৫০ থেকে ৬০ জনের একটি দল কুয়াকাটা ভ্রমনে আসেন। তাদের মধ্যে সোমবার দুপুরে একসঙ্গে চারজন সহকর্মী সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে যান।

কিছুক্ষণ পরেই ডেউয়ের তোড় তাদেরকে টেনে নিয়ে যায়। কাছাকাছি থাকা ওয়াটার বাইক চালক লিটন বিষয়টি বুঝতে পেরে তিনজনকে উদ্ধার করতে পারলেও সবুজকে উদ্ধার করতে পারেননি।

পরে উদ্ধার হওয়া তিনজনকে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের টহল টিম এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। এখনও নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

স্থানীয়রা বলছেন, নিয়মিত অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ প্রকল্পই দায়ী। পানি উন্নয়ন বোর্ডের জিও টিউব যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

কেএস 

Link copied!