Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাগুরা পুলিশ সুপার হিসেবে মশিউদ্দৌলা রেজার যোগদান

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

আগস্ট ২৩, ২০২২, ১১:১০ এএম


মাগুরা পুলিশ সুপার হিসেবে মশিউদ্দৌলা রেজার যোগদান

মাগুরা পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার)। এ জেলাই দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার ছিলেন মোঃ জহিরুল ইসলাম।

তিনি সুদীর্ঘ ০১ (এক) বছর ০৮ (আট) মাস দায়িত্ব পালন শেষে মোহাম্মদ জহিরুল ইসলাম,সাবেক পুলিশ সুপার, মাগুরা মহোদয় নবাগত পুলিশ সুপারের নিকট দায়িত্বভার অর্পন করেন। এ সময় মাগুরা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার মহোদয়ের আগমণ ও সাবেক পুলিশ সুপার মহোদয়ের বিদায় উপলক্ষে এক রাজসিক আয়োজন করেন, মাগুরা জেলা পুলিশ। নবাগত এবং বিদায়ী পুলিশ সুপারদ্বয়কে গার্ড  অব-অনার প্রদান করেন মাগুরা জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল।

বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায়ী পুলিশ সুপারকে বহনকারী ফুলে ফুলে সুশোভিত গাড়ির সামনে রশি টেনে পুলিশ সুপারের কার্যালয় হতে গেইট পর্যন্ত পৌঁছে দেন জেলা পুলিশের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মাগুরা; জনাব মোঃ নাজিম উদ্দীন আল আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাগুরা;মোঃ হাফিজুর রহমান,সিনিয়র সহকারী পুলিশ সুপার, শালিখা সার্কেল, মাগুরা;দেবজিৎ পাল, সহকারী পুলিশ সুপার, সিআইডি মাগুরা। এছাড়াও সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১,আরআই পুলিশ লাইন্সসহ জেলার সকল ইন্সপেক্টরবৃন্দ এবং পুলিশ সুপারের কার্যালয়ের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।

কেএস 

Link copied!