শরিফ শেখ, সাভার
আগস্ট ২৩, ২০২২, ০১:৪২ পিএম
শরিফ শেখ, সাভার
আগস্ট ২৩, ২০২২, ০১:৪২ পিএম
সাভারের ভাকুর্তায় পূর্ব শত্রুতার জেরে এক অটোরিক্সাচালককে কুপিয়েছে অভিযুক্তরা। গুরুতর আহত অটোরিক্সাচালক বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
ভাকুর্তা ইউনিয়নের নলাগুরিয়া তিন রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আমিরুল ইসলাম।
অভিযুক্তরা হল, ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩০), চাইরা গ্রামের মোঃ মজিবুরের ছেলে মোঃ হযরত আলী (৩২) ও অজ্ঞাতনামা ২-৩ জন। ভুক্তভোগী রিক্সাচালক চাইরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃ ডালিম হোসেন (৩৫)।
মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার দুজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী ডালিম হোসেন। তখন পথিমধ্যে ওঁতপেতে থাকা অভিযুক্তরা ভুক্তভোগীর গতিরোধ করে। আমিরুলের ইসলাম চাপাতি দিয়ে ডালিমের মাথায় কোপ দেয়ার চেষ্টা করলে সে হাত দিয়ে আটকায়। এতে ডালিমের হাতে ক্ষতসহ হাড়ভাঙ্গা জখম হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ডালিমের দুলাভাই জহুরুল ইসলাম।
ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে জানা যায়, এর আগে অভিযুক্তদের সাথে বিরোধ ছিল। তবে এ বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মীমাংসাও করা হয়েছে। তবুও হঠাৎ করে এ হামলার ঘটনা ঘটায় তারা।
ডালিমের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা হযরত আলী বলেন, আমরা এর বিচার চাই। আমাকেও ভুক্তভোগীরা হুমকি প্রদান করে। আমার মেয়ের জামাইকে আমিনুলের শ্বশুর মুজিবুর রহমান বিকেলবেলা হুমকি দেন। পরে আমার মেয়ের জামাই রাতের বেলা অটো রিকশা নিয়ে যাচ্ছিল নলাগুড়িয়া ২-৩ জন যাত্রীসহ হঠাৎ করে একটি নির্জন জায়গায় আমার মেয়ের জামাই ডালিমকে এলো পাতুরি খুব শুরু করলো আমিনুল বলল তুই আমার শ্বশুরের কাছে কি কইছস তোর আজকে মাইরা ফেলামু।
ওই ঘটনায় আমিনুল ইসলাম (৩০) সহ আরো ৪ জন্য বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয়েছ।
মামলার বিষয়ে নিশ্চিত করে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসওয়াদুর রহমান বলেন, আমরা আসামি ধরার জন্য খুব চেষ্টা করছি খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় এনে আদালতে প্রেরণ করা হবে।
কেএস