Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্যাগের ভেতর থেকে জীবিত নবজাতক উদ্ধার

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ২৩, ২০২২, ০২:০৯ পিএম


ব্যাগের ভেতর থেকে জীবিত নবজাতক উদ্ধার

সিরাজগঞ্জ কামারখন্দে একটি ব্যাগ থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার আলোকদিয়ার রেল সেতু এলাকা থেকে ব্যাগে থাকা ওই নবজাতকে উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ।

তিনি জানান, সকালে বৃষ্টির সময় আলোকদিয়ার রেল সেতুর পাশে ব্যাগের মধ্যে নড়াচড়া দেখে এগিয়ে যান আসমা বেগম নামে এক নারী। তখন তিনি ব্যাগে জীবিত নবজাতককে দেখতে পেয়ে বাড়ীতে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন। 
উদ্ধার হওয়া নবজাতকের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সবুজ আলী গণমাধ্যমকে জানান, নবজাতক ওই শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নবজাতকের জন্য দুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়া হয়েছে। পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমনুল হক জানান, নবজাতক ওই শিশুটির শারীরিক অবস্থা ভাল আছে। কিন্তু সে শঙ্কামুক্ত নয় বলে জানান তিনি।

এআই 

Link copied!