Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সুনামগঞ্জে সাড়ে ৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৩, ২০২২, ০২:২৮ পিএম


সুনামগঞ্জে সাড়ে ৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ

সুনামগঞ্জে ঝড়ে জালালাবাদ গ্যাস সরবরাহ কেন্দ্রের ওপর গাছ পড়ে সবগুলো মিটার ভেঙে পড়েছে।

এতে গতকাল সোমবার রাত ২টা থেকে এই জেলার সাড়ে চার হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ অফিসের ম্যানেজার শফিকুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সরবরাহ কেন্দ্রের ডিআরএফের ওপর ঝড়ে গাছ পড়ায় মিটারগুলো ভেঙে পড়েছে।

সিলেট থেকে একটি মেরামতকারী দল রওনা দিয়েছে। আরেকটি বিশেষজ্ঞ দল কিছুক্ষণের মধ্যে রওনা দেবে।

ইতোমধ্যে গাছ সরানোর কাজ শুরু হয়েছে। কিন্তু গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি শফিকুল হক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এআই

Link copied!