Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২২, ০৩:৫৮ পিএম


ত্রিশালে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

অর্থকারী ফসল চাষ, অর্থ পুষ্টি দুই-ই আসে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে তিনদিন ব্যাপী কৃষি মেলা।

মঙ্গলবার বিকেলে ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আখতারুজ্জামান।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা আখতারুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার আহসান উল্লাহ, সুভাষ কুমার মন্ডল।

স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান। আলোচনা সভা শেষে মেলা পরিদর্শন করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান।

এআই

Link copied!