Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিরাজদীখানে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ভেসে উঠল যুবকের লাশ

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২২, ০৫:৩৭ পিএম


সিরাজদীখানে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ভেসে উঠল যুবকের লাশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ট্রলার ডুবিতে নিখোঁজ যুবকের লাশ ৩৬ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে ভেসে উঠল।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের তালতলা-ডহুরী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মো. সেলিম (২৬)। সে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রাামের সিরাজ খানের ছেলে।

ঘটনার পর নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবুরি দল টানা ১ দিন চেষ্টা চালালেও লাশের কোনো হদিস পাচ্ছিল না। তারা একপর্যায়ে উদ্ধার অভিযান সমাপ্ত করে।

মঙ্গলবার সকালে নিহত সেলিমের লাশ ভেসে উঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

সিরাজদীখান থানার ওসি একে এম মিজানুল হক জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সকাল ১০ টার দিকে সেলিমের মরদেহ খাল থেকে উদ্ধার করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গেলো রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে  উপজেলার তালতলা-গৌরগঞ্জ (ডহরী) খালের মালখানগর ইউনিয়নের ফেগুনাসার নৌ টুল বক্সের সামনে একটি বাল্কহেডের ধাক্কায় ৪ জন যাত্রী সহ একটি  ট্রলার ডুবে গেলে ৩ জন সাতরে তীরে উঠতে পারেলেও সাঁতার না জানায় সেলিম (২৬)পানিতে তলিয়ে যায়।

এআই

 

Link copied!