পাবনা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২২, ০৮:১০ পিএম
পাবনা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২২, ০৮:১০ পিএম
পাবনা পৌর মহল্লার মধ্যশহরের সাত্তার বিশ্বাস সুপার মার্কেটের ৫ম তালায় আবাসিক ভবনে (রিবাদ ইউনানি ড্রাগ লিমিটেড) নামে একটি যৌন উত্তেজক ঔষধ কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে পুলিশের একটি দল ঐ আবাসিক ভবনে অভিযান পরিচালনা করেন। অভিযানে ভবনের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ নামে বেনামে প্রায় ১০টি অবৈধ যৌন উত্তেজক ঔষধ তৈরির কাঁচামাল তৈরিকৃত মালামালসহ মালিক মোঃ শরীফুল ইসলামকে আটক করেছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিট্রেট আবুল হাসনাত, জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ন আহম্মেদ, সদর থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম, মনিরুজ্জামান, রুহুল আমিনসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্টরা অভিযুক্ত কোম্পানির সকল কাগজাদী যাচাই বাছাই করে নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনের মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক একাধিক যৌন উত্তেজক ঔষধ তৈরি করার জন্য মালিক শরীফুল ইসলামকে ১ লাখ টাকা আর্থিক জরিমানা ও অনাদায়ে এক মাসের জেলা প্রদান ভ্রমমাণ আদালত।
ঐ আবাসিক ভবন থেকে জব্দকৃত সমস্ত মালামাল জব্দ করে ঐ মালামাল পুড়িয়ে দেওয়া হয়। আটককৃত শরীফুল ইসলাম (৪৬) দিলালপুর মহল্লার মৃত, আক্কাস আলী বিশ্বাসের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই আবাসিক ভবনের একটি কক্ষে অবৈধ যৌন উত্তেজন ওষুধ তৈরি করে। জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করে আসছিলো বলে জানা গেছে।
আমারসংবাদ/এসএম