Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন’

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২২, ০৯:৩৮ পিএম


‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা গুলোর মাঝে কোনো অভাব থাকবেনা। তিনি একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সিরাজগঞ্জ মুক্তির সোপানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশের একটি পরিবারও গৃহহীন থাকবেনা। প্রধানমন্ত্রী সকল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও আমাদের মতো দায়িত্বপ্রাপ্তদের বলেছেন কোথাও কোনো লোক বাদ পড়েছেন কিনা যার জমি নাই, মাথা গোজার ঠাঁই নাই। পর্যায়ক্রমে তিনি সবাইকে স্বপ্নের ঘর করে দিবেন।

তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি রাজপথে, তারা রাজপথে অসংখ্য আন্দোলন করে এসেছে তাই রাজপথের ভয় আওয়ামী লীগকে দেখালে হবেনা। আমরা রাজপথে মোকাবেলা করতে সর্বদাই প্রস্তুত। কিন্তু আন্দোলনের নামে বোমাবাজি, অরাজকতা মেনে নেওয়া হবেনা। সাধারণ মানুষকে সাথে নিয়ে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে মাত্র যখন দাঁড় করানোর চেষ্টা করছেন ঠিক তখনই নির্মমভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রীকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। এই শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাদের শক্তি, অনুভূতি, সাহস। তিনি আমাদের প্রেরণা। তাকে ঘিরে বিরোধীরা যখন কথা বলে তখন খুব কষ্ট হয়। প্রধানমন্ত্রী সার্বিকভাবে দেশের উন্নয়ন করেছেন আর এটা তারা সহ্য করতে পারেন না।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায়ও  সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের সংসদ সদস্য মমিন মণ্ডল, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে সিরাজগঞ্জের সর্ববৃহৎ প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্প সদরের খোকশাবাড়ী এলাকার প্রধানমন্ত্রীর উপহারের ঘর গুলো ঘুরে দেকজেন ও বসবাসকারীদের খোঁজ খবর নেন তিনি।

এ সময় শাহজাদপুরে খেলার মাঠে আশ্রয়ন প্রকল্প নির্মাণ নিয়ে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর সংঘর্ষ এবং এসিল্যান্ডের ওপর হামলার ঘটনার বিষয়ে তার নজর কারলে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ যেন শান্তিতে থাকে এটাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য। জনগণ যেন ভাল থাকেন এটাই প্রধানমন্ত্রী চাওয়া। সেই জনগণকে কষ্ট দিয়ে কোন কিছু করা ঠিক হবে না। খেলার মাঠ খেলার মাঠের জায়গায় থাকবে, আশ্রয়ণ প্রকল্প যেখানে খাস জমি আছে সেখানেই করা হবে।

আমারসংবাদ/এসএম

Link copied!