Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বায়েজিদে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজিজুল হক, চট্টগ্রাম

আজিজুল হক, চট্টগ্রাম

আগস্ট ২৪, ২০২২, ০৫:৪৩ পিএম


বায়েজিদে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বুধবার (২৪ আগস্ট) স্পেশাল কোর্টের ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী সাংবাদিক হাউজিং সোসাইটির গেট থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় সাথে ছিলেন সিডিএথর পেশকার ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ বলেন, বায়েজিদ থানার বিপরীতে সাংবাদিক হাউজিং সোসাইটির গেট থেকে ১ কিলোমিটার পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

সকাল থেকে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কেএস 

Link copied!