Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীতে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২২, ০৬:১৮ পিএম


সরিষাবাড়ীতে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশে অন্যের রূপ ধারণ, মিথ্যা ও ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী সন্দেহে লিটন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

বুধবার দুপুরে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার বাসষ্ট্যান্ড শহীদুল্লাহর মনোহারী দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। সে সরিষাবাড়ী পৌর সভার বাউসী বাঙ্গালী পাড়া সোহরাব আলীর ছেলে। তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ এনে বুধবার সরিষাবাড়ী থানার এস আই আব্দুল খালেক বাদী হয়ে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
   
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশে এবং অপরের রূপ ধারণ ও মিথ্যা এবং ভুয়া মেজর পরিচয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী লিটন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!