Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২২, ০৬:৩১ পিএম


মির্জাপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

জ্বালানি তেল, পরিবহন ভাড়া, দ্রব্য মূল্যের বৃদ্ধি এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা হত্যার প্রতিবাদে এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর নিজ বাসভবন থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরে প্রবেশকালে বাইপাস এলাকায় পুলিশি বাধার সম্মুক্ষীণ হলেও জনস্রোতে সেই বাধা টিকতে পারেনি।

এ মিছিল ও সমাবেশে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।

কেএস 

Link copied!