Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার নাইমুল হক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২২, ০৭:২৪ পিএম


খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার নাইমুল হক

পার্বত্য খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. নাইমুল হক। বুধবার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে তিনি খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। খাগড়াছড়িতে যোগদানের পূর্বে তিনি কক্সবাজারের ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।

২০০৬ সালে ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন মেধাবী চৌকস পুলিশের এ কর্মকর্তা। কর্মজীবনে শান্তিরক্ষী মিশনেও সফলতার সাথে কাজ করেন।

কর্মজীবনে ঢাকা জেলা পুলিশ, বান্দরবান জেলা পুলিশ ও পুলিশের বিশেষ শাখায় সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে আরআরএফ সিলেট ও যশোর জেলা পুলিশে কাজ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে খুলনা ও বরিশাল জেলা পুলিশে কাজ করেন।

বুধবার বিকালের দিকে সড়ক পথে খাগড়াছড়ি আসার পথে খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি পৌছলে তাকে স্বাগত জানান মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহনুর আলমসহ অপরাপর অফিসাররা। এদিকে মাটিরাঙ্গার প্রবেশদ্বার বাইল্যাছড়িতে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) একেএম হাসান মাহমুদুল কবীর, সুমন চন্দ্র নাথ, কাজী হুমায়ুন কবীর ও মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গেল ৩ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১) এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়। একই আদেশে দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়।

আমারসংবাদ/এসএম

Link copied!