Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সলঙ্গায় ৯০ লক্ষ টাকার হেরোইনসহ আটক ১

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২২, ০৮:৫৭ পিএম


সলঙ্গায় ৯০ লক্ষ টাকার হেরোইনসহ আটক ১

সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলাম (৪৩) নামে এক মাদককারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ রফিকুলকে আটক করা হয়।

আটককৃত রফিকুল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার আমনুরা লক্ষ্মীপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকার ৯শত গ্রাম হেরোইনসহ একজন মাদককারবারী গ্রেফতার করা হয়।

এছাড়াও তাহার নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ ৪ হাজার ৫৪৪ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!