Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গোদাগাড়ীতে আসামি ছাড়াতে এসে সাবেক ইউপি সদস্য আটক

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২২, ০৯:১১ পিএম


গোদাগাড়ীতে আসামি ছাড়াতে এসে সাবেক ইউপি সদস্য আটক

রাজশাহীর গোদাগাড়ীতে আসামি ছাড়াতে এসে সাবেক ইউপি সদস্য আটক হয়েছেন। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নৌ পুলিশ গোদাগাড়ী পৌরসভার রেল বাজার এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে। এ সময় করিম (৮৪), আল আমিন (২০) ও এখলাস (৩০) নামে তিন জেলেকে আটক করে গোদাগাড়ী নৌ পুলিশের ফাঁড়িতে নিয়ে আসে।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ এর আলাতুলী ইউনয়িনের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক আটককৃদেরকে ছাড়িয়ে নিতে নৌ পুলিশের কাছে তদবির করে। পরে তদবির করার অপরাধে আব্দুর রাজ্জাককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে নৌ পুলিশ।

আটককৃত আব্দুর রাজ্জাক চর আলাতুলী করিমপাড়ার মৃত মুনসুর রহমানের ছেলে।

আটককৃত তিন জেলে হচ্ছে করিমপাড়া গ্রামের গুধু আলীর ছেলে করিম,আব্দুর জাব্বারের ছেলে আলমিন ও ইউসুফ এর ছেলে এখলাস।

গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!