Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অল্পের জন্য বেঁচে গেলেন এমপি হাবিব হাসান

তুরাগ উত্তরা প্রতিনিধি

তুরাগ উত্তরা প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২২, ০৯:১৯ পিএম


অল্পের জন্য বেঁচে গেলেন এমপি হাবিব হাসান

রাজধানীর খিলক্ষেত বরুয়া এলাকায় একটি অনুষ্ঠান শেষে উত্তরার আরেকটি প্রোগ্রামে যোগদান করতে আসার পথে দক্ষিণখানের জামতলা রেলক্রসিংয়ের সিগন্যাল পার হওয়ার সময় হঠাৎ করে ট্রেন চলে আসায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানসহ তার সফরসঙ্গীরা।

জানা যায়, মঙ্গলবার রাতে খিলক্ষেত বরুয়া এলাকায় শোক দিবসের একটি অনুষ্ঠান শেষে দক্ষিণখানে আরেকটি প্রোগ্রামে যাওয়ার পথে জামতলা রেললাইনের ফটক খোলা থাকায় হাবিব হাসানের গাড়ি রেল লাইন পার হওয়ার সময় আকস্মিকভাবে ট্রেন চলে আসে।

এ বিষয়ে এমপি হাবিব হাসান বলেন, যারা রেল গেইটের দায়িত্বে নিয়োজিত ছিল তাদের অবহেলা রয়েছে। আমি যখন গাড়ি নিয়ে পারাপার হচ্ছিলাম তখন ফটকটি খোলা ছিল এবং দায়িত্বে নিয়োজিত কেউ ছিলনা। আমার গাড়ির জি রেললাইনে ওঠামাত্র একটি ট্রেন দেখতে পাই এবং ট্রেনটি খুব কাছাকাছি ছিল। পরবর্তীতে আমার ড্রাইভার দ্রুত গাড়ি সরিয়ে নেয় এতে করে আমিসহ আমার নেতাকর্মীরা খুব আতঙ্কিত হই। আল্লাহ তালার অশেষ রহমতে আমি এবং আমার সাথে থাকা সফরসঙ্গীরা সকলেই দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাই।

আমারসংবাদ/এসএম

Link copied!