Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২২, ০৩:২৯ পিএম


নাটোরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক প্রতিবন্ধি নারী (৩০) নিহত হয়েছেয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার মাধনগর রেল স্টেশনের ১ কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে।

মাধনগর রেলওয়ের স্টেশন মাষ্টার উজ্জ্বল আলী জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ৩০ বছরের এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়। রাত সাড়ে তিনটার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর-বীরকুৎসা রেল স্টেশনের মাঝে ছোট ব্রীজ এলাকায় আসলে একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই মানুষিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারী স্টেশন এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলো।

স্থানীয়দের কাছে দূর্ঘটনার সংবাদে পেয়ে বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে খন্ডিত মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

কেএস 

Link copied!