Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২২, ০৪:০৮ পিএম


বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন এবং তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভরপাশা ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের পান্ডব নদীর পাড়ে বেলা ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সমাজসেবক মোঃ অহিদুল ইসলাম রুবেল সিকদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন  আব্দুস সত্তার হাওলাদার, গোলাম মোস্তফা তুহিন সিকদার, মিজান হাওলাদার, আব্দুস সালাম হাওলাদার, শাহিন হাওলাদার, মোঃ হানিফ খান, সেকান্দার আলী হাওলাদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের পায়রা নদী তীরবর্তী অঞ্চলের বাসীন্দা। নিজেদের সামান্য পৈত্রিক জমি ও খাস জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। দুধলমৌ গ্রামের পাশের পায়রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে যাচ্ছে। এতে করে তাদের বসতভিটা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে অহিদুল ইসলাম রুবেল সিকদার বক্তব্যে বলেন, বরিশালের জনৈক ইমন কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ নারাঙ্গল মৌজা থেকে বালু কাটার ইজারা নিয়ে সেখান থেকে বালু না কেটে পায়রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

ইমনের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রতিদিন ৬-৭ টি বলগেটে করে বালু উত্তোলন করে সাপ্লাই দিচ্ছে। এতে করে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে। অপরদিকে তারা নদী ভাঙনের কবলে পড়ছেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কান্না জরিত কন্ঠে বৃদ্ধ আব্দুস সাত্তার হাওলাদার জানান, এলাকার কেউ এ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর ও মিথ্যা মামলার হুয়কি দেয় ইমন ও তার সন্ত্রাসী বাহিনী। এলাকার কেউ ভয়েও তার এ অবৈধ বালু উত্তোলনের আশঙ্কা মাটি কাটার বিরূদ্ধে কথা বলতে সাহস পায়না। সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন যদি অবিলম্বে অবৈধ বালু কাটা বন্ধ না করেন তাহলে তাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তখন ভিটেমাটি হারা হবে শত শত গ্রামবাসী।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে এ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানান।

কেএস 

Link copied!