Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০০০ টন গম

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২২, ০৫:০২ পিএম


আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০০০ টন গম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর পর্যন্ত ৪৫টি ভারতীয় ট্রাকে করে ১০০০ টন গম এসে পৌঁছেছে।

প্রায় ১৬ দিন বন্ধ থাকার পর এ স্থলবন্দর দিয়ে আবারো গম আমদানি শুরু হল। চলছে গম খালাসের কাজ। গম গুলো আমদানি করেছে ইসলাম এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। আর গমগুলোর কাস্টম ক্লিয়ারিং এর কাজ করছে আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। টন প্রতি ৩৭০ মার্কিন ডলারে গমগুলো আমদানি করা হয়েছে।

ইসলাম এগ্রোভেট লিমিটেডের প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক জানান, গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির পূর্বে ২৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলেছিল ইসলাম এগ্রোভেট লিমিটেড। গমগুলো খালাসের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার বিকালের মধ্যে গম গুলো স্থলবন্দর থেকে দেশের বিভিন্নস্থানে যাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

উল্লেখ্য, দুই মাস বন্ধ থাকার পর গত পহেলা আগস্ট থেকে ভারত থেকে বন্দরে গম আসা শুরু করে তবে সাথে আগষ্টের পর আর কোন গমের চালান আখাউড়া স্থলবন্দরে আসেনি।

কেএস 

Link copied!