Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিখোঁজের ৮দিন পর বাড়িতে ফিরেছেন ১৩ জেলে

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২২, ০৯:০৮ পিএম


নিখোঁজের ৮দিন পর বাড়িতে ফিরেছেন ১৩ জেলে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চরফ্যাশনের বারেক মাঝির মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ১৩ জেলে সহ নিখোঁজ হন, নিখোঁজের ৮ দিন পর বাড়িতে ফিরে আসছেন তারা।

এদিকে নিখোঁজ ১৩ জেলে ফিরে আসছে শুনে চরকুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন, দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সোহাগ আখন, আব্দুর রশিদ মিয়া সহ অত্র এলাকার হাজার হাজার মানুষ ও জেলে পরিবারের সদস্যরা উত্তর চরমানিকা মৎস্য ঘাটে অপেক্ষা করলেই বারেক মাঝির মাছ ধরার ট্রলারটি বৃহস্পতিবার দুপুর ২টায় গন্তব্য স্থানে আসেন। পরে আবুল হাসেম মহাজন এবং সোহাগ আখন জেলে পরিবারের সকল সদস্যদের ধৈর্য ধরার মতো সান্ত্বনা দেন।

ট্রলার মালিক বারেক মাঝি কান্না কণ্ঠে জানান, গত ( ১৭ আগস্ট) সকালে আলাউদ্দিন মাঝি, আল-আমিন, দেলওয়ার, আলাউদ্দিন মীর, শাহিন হাওলাদার, আবুল মৃধা, মনির বেপারী, সারোয়ার, ইউসুফ, সফিউল্ল্যাহ, ইব্রাহিম, আবুল কালাম আমরা ১৩ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যাই এরপর থেকেই বৈরি আবহাওয়ায় সাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে আমরা জোয়ারে ভেসে সুন্দরবনে আশ্রয় নেই। ভাটা পরলে আমার ট্রলারটি আটকে যায়,পরে খুলনার একটি মাছ ধরার ট্রলার আমাদেরকে টেনে নদীতে ভাসায়। পরে গত(২৪ আগস্ট) দুপুরে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মহিপুররে চালনায় নেটওয়ার্কের মধ্যে এসে আমার ভাই বাবুলকে মোবাইল ফোন কল করে জানাই আমরা সবাই সুস্থ ভাবে বেচে আছি। তিনি আরো জানান, ঝড়ের কবলে পড়ে আমার মাছ ধরার ট্রলারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফিরে আসা জেলেদের অভিযোগ বঙ্গোপসাগর থেকে বাড়িতে ফিরে আসার পথে কোস্ট গার্ড, নৌ-পুলিশ,নৌ-বাহিনী সহ প্রশাসনের দেখা ও সহযোগিতা পাননি তারা।

চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারুক ও স্থানীও বাদশু হাওলাদার বলেন,গত ৮দিন যাবৎ এলাকায় জেলে পরিবার সহ আশপাশের মানুষের কান্নায় ভেঙে পরেন। এলাকা জুড়ে চলছিল শোকের আহাজারি, তবে জেলেরা বাড়িতে ফিরে আসায় এলাকায় স্বস্তি নেমে আসছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল জানান, চরমানিকা ইউনিয়নের ১৩ জেলে সহ বারেক মাঝির ট্রলারটি বাড়িতে ফিরে আসছে জেলেদের সাথে আমার কথা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে উপজেলার ২জন জেলে। নিখোঁজ ২ জেলের ভারত সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্যে গত (১৭ আগস্ট) ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপজেলার চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির মালিকানাধীন “ লামিয়া ” নামে মাছ ধরার ট্রলারটি ১৩ জেলে নিয়ে নিখোঁজ হন, ট্রলার নিখোঁজ হওয়ার ৮ দিন পর বৃহস্পতিবার তারা বাড়িতে ফিরে আসছেন।

Link copied!