Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাথরঘাটা ৮৮৭ পিচ ইয়াবাসহ আটক ১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২২, ০৯:৩১ পিএম


পাথরঘাটা ৮৮৭ পিচ ইয়াবাসহ আটক ১

বরগুনা পাথরঘাটায় ৮৮৭ পিচ ইয়াবাসহ হাবিবুর রহমান (৩৮) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের জালিয়াঘাটা এলাকার জাকির হাওলাদারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকৃত হাবিবুর রহমান জালিয়াঘাটা এলাকার আব্দুস সাত্তার হাওলাদার এর ছেলে

কোস্টগার্ডের দক্ষিণজন পাথরঘাটা স্টেশনের পেটি অফিসার আনোয়ার হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু লোক মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা এলাকার জাকির হাওলাদারের বাড়ির সামনে থেকে হাবিবকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৮৮৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে আটক করে নিয়ে আসা হয় । আটকৃত হাবিবুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এসএম

Link copied!