Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ভৈরব প্রতিনিধি

ভৈরব প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২২, ০৪:১১ পিএম


ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ভৈরব পৌরসভার হরিজন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেব কুমার (১৪), মিলন লাল (৩৫) ও মোবারক (২৪)। তাদের মধ্যে দেব কুমার ও মিলন লাল চাচাতো ভাই। মোবারকের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায়।

আহত তিনজন হলেন-আবদুল্লাহ, সকাল ও সানি।

পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ভৈরব পৌরসভার হরিজন পল্লীতে বিদ্যুতের একটি খুঁটি নিজেরাই সরানোর কাজ করছিলেন তাঁরা। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ছয় জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য তিনজনের মধ্যে আবদুল্লাহকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এআই 
 

Link copied!