Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২২, ০৮:২৭ পিএম


অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

জামালপুরের ইসলামপুর-গুঠাইল সড়কের বড় দেলিরপাড়ে এলাকায় ব্যাটারী চালিত অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে আরাফাত (৫) নামে এক শিশুর ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ইসলামপুর-গুঠাইল সড়কের বড় দেলিরপাড় নামকস্থানে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা অটোবাইক ও চালককে আটক করে। নিহত আরাফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ আটক অটোবাইক ও চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নিহত শিশু বড় দেলিরপাড় গ্রামের ছামিউল হকের ছেলে।

এলাকাবাসী জানায়, শিশু আরাফাত মায়ের সাথে রাস্তার পাশে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলো।

কেএস

Link copied!